এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৭ মে) :: কুতুবদিয়ায় সমূদ্র স্বাক্ষরতা অভিযান ও কুতুবদিয়া রক্ষা বাঁধ কস্তুরা শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে ১৮ মে (বৃহষ্পতিবার) কুতুবদিয়া আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি এদিন দুপর ১২ টায় কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ ও নেদারল্যান্ডস এর ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত উপকূলীয় ভাঙ্গন রক্ষায় জৈব-প্রকৌশল বিষয়ক গবেষণা প্রকল্পের উদ্যোগে “ কুতুবদিয়া রক্ষা বাঁধ কস্তুরা” শীর্ষক সেমিনার এবং মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনামূলক “সমুদ্র স্বাক্ষরতা অভিযান: চল সাগরকে জানি” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন স্থানীয় সংসদ (কক্সবাজার-২) আশেক উল্লাহ রফিক।
উপকূলীয় প্রকৃতিকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তি নির্ভর টেকসই পরিবেশ বান্ধব বাঁধ তৈরির কৌশল উদ্ভাবনের গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এর তরুণ শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী অনুষ্ঠানটি সফল করতে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা চেয়ারমান এটিএম নুরুল বশর চৌধুরী, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক এম.জাহেদুর রহমান চৌধুরী। এতে অংশগ্রহণ করবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দু’শ শিক্ষার্থী।
উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল মৎস্য ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী ২০১১ সাল থেকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক ভবনে অবস্থান করে কুতুবদিয়া-মহেশখালী দ্বীপের উপকূল রক্ষায় নেদারল্যান্ডসের“বিল্ডিং উথ নেচার” রিসার্চ প্রোগ্রামের আওতায় টেকসই জৈব প্রযুক্তি উদ্ভাবনে নানা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন । তিনি এদিন উক্ত বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করবেন ।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta