এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১০ জানুয়ারী) :: কক্সবাজারের কুতবদিয়ায় ১২ জানুয়ারী থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। কুতুবদিয়া থানা মোড়ের কাছারি পুকুর সংলগ্ন ভূমি অফিসের সামনে নতুনরূপে সজ্জিত নিরাপত্তা ব্যাষ্টনি সমৃদ্ধ মাঠে সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০ দিন ব্যাপি চলবে এ মেলা।
প্রথমবারের মতো মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশী-বিদেশী পণ্য সামগ্রীর অর্ধ শতাধিক দোকান, নাগর দোলা,গান, মঞ্চ নাটক ও আবৃত্তির আসর। তাছাড়া ১৬ জানুয়ারী মেলা উপলক্ষ্যে গান পরিবেশন করতে দলবল নিয়ে কুতুবদিয়া ছুটে আসবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কুতুবদিয়ারই কৃর্তি সন্তান আলাউদ্দীন তাদের।
আসবে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্যদল। মেলা উপলক্ষ্যে থাকছে পোট্রেট ও আলোকচিত্র প্রদশর্নী। মেলায় দলবল নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী।
তিনি জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
১১ জানুয়ারী থেকে একই মাঠে আয়োজিত উন্নয়ন মেলার পাশাপাশি শিল্প ও বাণিজ্য মেলায় প্রচুর দর্শক সমাগম হবে বলে আশা করছেন তিনি। উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আয়োজিত হচ্ছে এবারের উন্নয়ন মেলা।
Posted ২:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta