এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২ জানুয়ারী) :: কুতুবদিয়ায় এই প্রথম উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বাণিজ্য মেলা আয়োজন করার ঘোষণা আসল।
২ জানুয়ারী (মঙ্গলবার) কুতুবদিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কুতুবদিয়ায় ১০ দিন ব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী।
কুতুবদিয়াকে পর্যটক আকৃষ্ট করতেই এই মেলার আয়োজন করা হবে বলে জানালেন তিনি। তাছাড়া ১০ জানুয়ারী থেকে দেশব্যাপি আয়োজন হবে উন্নয়ন মেলার । পাশাপাশি বাণিজ্য মেলার আয়োজন হলে কুতুবদিয়ার বিনোদন বঞ্চিত দর্শক কিছুটা হলেও বিনোদনের স্বাদ আস্বাদন করতে পারবেন বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত দর্শকরা জোর করতালি দেন। সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, সমবায় কর্মকর্তা কামাল পাশা, প্রভাষক আবুল কালাম আযাদ, প্রভাষক নজরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা ধন চরণ নাথ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া ও মোঃ হাসান মুরাদ প্রমূখসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও নানা পেশাজীবীর মানুষ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান। সভায় সার্বিক সহযোগীতা করেন সমাজসেবা দপ্তরের কর্মচারীগন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta