বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(১৬-জুলাই) :: কুতুবদিয়ায় বাল্য বিবাহ বন্ধসহ আলোকিত পরিবার গঠনে জন সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।
এরই ধারাবাহিকতায় রবিবার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিবাহ আসরে গিয়ে পূর্ব তাবালেরচর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসায় ৬ষ্ট শ্রেণির পড়–য়া ১২-১৪ বছর বয়সের কিশোরী লাকি আখতারের বিবাহ বন্ধ করে দেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রজব আলী, মাদ্রাসা সুপার মাওলানা জহিরুল ইসলাম, থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাল্য বিবাহ বন্ধে সমাজের সকল শ্রেণি-পেশার জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবানসহ ছোট পরিবার গঠনকারি পরিবার সমূহের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বস্থ করেন ইউএনও।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta