এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৫ জুন) :: কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে প্রতিদিন লাশ ভেসে আসছে। ঝড়ো হাওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সবকটি মরদেহই সমূদ্রে নিখোঁজ জেলেদের বলে জানা গেছে।
১৪ জুন (বুধবার) বিকালে কৈয়ারবিল সমিতিপাড়া সমূদ্র উপকূল থেকে উদ্ধার করেছে চকরিয়া উপজেলার বরইতলি পহরচাঁদার জলদাশ পাড়া গ্রামের মৃত নারায়ণ জলদাশের পুত্র লোকনাথ জলদাশ (৪৫)।
১৫ জুন (বৃহষ্পতিবার) সকালে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোস্তাফিজুর রহমান ভূইয়া ।
স্থানীয়রা জানিয়েছে কুতুবদিয়া দ্বীপের কৈয়ারবিল ইউনিয়নের সমিতিপাড়া সমূদ্র সৈকতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবরটি নিখোঁজ জেলে পরিবারে পৌঁছলে লোকনাথের পরিবার লাশটি সনাক্ত করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১১জুন ঈদগাহ ইসলামাবাদ বোয়ালখালী জলদাশ পাড়ার লালসেন মাঝির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়।
ঐ সময় বঙ্গেপসাগরে সৃষ্ঠ লঘুচাপ ও বৈরী আবহাওয়া কারনে ট্রলারটি উপকূলের দিকে ফিরে আসার সময় ১৩ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টার দিকে উপকূলের খুদিয়ারটেকের অদূরে (দক্ষিণে) ট্রলারটি ডুবে যায়।
এসময় ট্রলারের ১০ জেলে জীবিত উপকূলে ফিরতে পারলেও ৪ জেলে নিখোঁজ হয়। এ পর্যন্ত ঐ ট্রলারের ৩ জেলের লাশ উদ্ধার হয়েছে।
Posted ২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta