এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(৮ জানুয়ারী) :: কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভা গতকাল সোমবার (৮জানুয়ারী) উপজেলা পরিষদ হল রুমে সম্পন্ন হয়েছে।
ইউএনও সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা অসীম বরণ সেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন, কুতুবদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আলম, কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার তাজুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুচ,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যলয়ের সহকারী শিক্ষক সজল কান্তি দাশ, কুতুবদিয়া জীপ মালিক সমিতির সভাপতি এডভোকেট তফসিরুল ইসলাম ছোটন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরে, কুতুবদিয়া দ্বীপ রক্ষা বেড়িবাঁধের ঠিকাদার কর্তৃক ব্লক তৈরীতে অনিয়ম,প্রকাশ্য জায়গায় সিড়িউল চার্ট স্থাপন, উপজেলা প্রশাসনকে সিডিউলের কপি সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রেজুলেশনের মাধ্যমে জানানো, গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল করার কারণে রাস্তাঘাটের বেহাল দশা, উন্নয়ন কাজে ব্যবহারের কথা বলে সমুদ্র সৈকতের বালি নির্বিঘেœ উত্তোলন করায় কুতুবদিয়া দ্বীপের অস্থিত্ব সংকট, বড়ঘোপ মগনামা ঘাট পারাপারে সময় উপজেলা সমাজ সেবা অফিসের কর্মচারী হাছান মুরাদকে নাজেহাল করাসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিষয়গুলোকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইনানুগ ব্যবস্থার গ্রহণ করার জন্য সংশিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
তাছাড়া লবণ মৌসুম শুরু হওয়া সাথে সাথে কুতুবদিয়া দ্বীপের ৬নং আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর এলাকায় দুইটি গ্রুপের মধ্যে দখল বেদখল নিয়ে সংঘাত লেগে থাকার বিষয়েও আলোচনা করা হয়। বড়ঘোপ মগনামা ঘাট পারাপারে যাত্রীদের সাথে র্দুব্যবহার ও হয়রানী না করার জন্য ইজাদারকে সতর্ক করা হয়।
কমিটির সভাপতি সুজন চৌধুরী সভায় বলেন , আগামী ১২ জানুয়ারী হতে কুতুবদিয়া উপজেলা কম্পাউন্ডের গ্রাউন্ডে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় স্টল নিতে আগ্রহী দেশী-বিদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রশাসনের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।
Posted ৭:১১ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta