এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(৮ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে ১৭টি বিহিন্দী জাল জব্দ করেছে কুতুবদিয়া মৎস্য অফিস।
৮ আগস্ট(মঙ্গলবার) সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদের নেতৃত্বে কুতুবদিয়ায় কোস্ট গার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়েছে।
এসময় সাগরে চলাচল করা মাছ ধরার বোট সমূহের লাইসেন্সও চেক করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ানো হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, সমূদ্র উপকূলের ১০ মিটার পর্যন্ত গভীরতা সম্পন্ন এলাকায় বিহিন্দী জালসহ পোনা ও ডিম নষ্টকারী জাল ব্যবহার নিষিদ্ধ। এসব জালে আটকা পড়ে সামূদ্রীক মাছের ডিমসহ পোনা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
সামূদ্রীক মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান নিয়মিত করার পাশাপাশি সমূদ্রগামী মাছ ধরার ট্রলার সমূহের লাইসেন্স চেক অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Posted ১১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta