জাহেদ প্রতিবেদন(১৩ আগস্ট) :: কক্সবাজারের সাগর বেস্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানার নতুন অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা দিদারুল ফেরদৌস।
সোমবারের মধ্যে থানায় যোগদান করার লক্ষে ইতোমধ্যে তিনি কুতুবদিয়ার পথে রওয়ানা দিয়েছেন তিনি।
জাতীয় সংসদের একই নির্বাচনী এলাকা হওয়ায় চৌকস এই পুলিশের কুতুবদিয়ায় যোগদানের বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জনাব ফেরদৌস সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আন্তর্জাতিক বাহিনীর হয়ে আফ্রিকা অঞ্চলে দায়িত্ব পালন করার পর দেশে ফিরেন।
শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে প্রায় ৫ বছর কাল ধরে তিনি টানা কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। পুলিশের মতো একটি বাহিনীতে থেকে একটি জেলায় টানা এতোদিন সুনামের সাথে দায়িত্ব পালনের বিষয়টি বেশ গুরুত্ববহ।
একজন স্পষ্টভাষী-ক্লিন ইমেজের পুলিশ হিসেবে পুলিশ বিভাগসহ সর্বত্র তার সুনাম রয়েছে। দায়িত্ব পালন কালে তিনি সকলের অান্তরিক দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য এর আগে কুতুবদিয়া থানায় কর্মরত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া।গত তিন মাস আগে তিনি তুবদিয়া থানায় ওসি হিসাবে যোগদান করেছিলেন।তবে কুতুবদিয়ায় যোগদান করলেও বেশিরভাগ সময় তিনি কর্মস্থলে থাকতেন না বলে স্থানীয়রা জানায়।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta