এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২১ মে) :: কুতুবদিয়া দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে ২১ মে সকাল ১০ টায় ১কোটি ৫১ লাখ ৬৭ হাজার দু’শ টাকার উন্মোক্ত বাজেট ঘোষণা করেছে। ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ঘোষাণা করা হয়েছে বিশাল অংকের এ বাজেট।
ইউপি সচিব নুর মোহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত উন্মোক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও ইউনিয়নের শাতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেটের লক্ষমাত্রা অর্জনে রাজস্ব থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২২ লাখ ৮৭ হাজার, কর ও রেট বাবদ আয় ধরা হয়েছে ৩ লাখ, ইজারা বাবদ ধরা হয়েছে ১৬ লাখ,নিবন্ধন কর, জন্মনিবন্ধন ফি বাবদ ৮০ হাজার, লাইসেন্স ও পারমিট ফি বাবদ ৮০ হাজার, ৪০ দিনের কর্মসূচি কাজ, ভিজিডি,ভিজিএফ,টিআর কাবিখা, কাবিটা, এলজিএসপি ও এডিপি থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩৪৬০০০০ টাকা।
ইউনিয়নের উন্নয়নে লক্ষ্যে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভায় উপস্থিত ব্যক্তিবর্গ।
Posted ১০:০৬ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta