বড়ঘোপ ইউনিয়ন যুবলীগের আহবায়ক এমইউপি হেলাল উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্টিত সভায় গঠন মূলক ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক যথাক্রমে আবদুল মালেক,তৈহিদুল ইসলাম,আবু ওমর, আমান উল্লাহ, আনোয়ার হোছেন (পারভেজ) ও বেলাল হোছাইন।
উক্ত ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য ইব্রাহীম খলীলের উপস্থাপনায় আয়োজিত জরুরী সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন যথাক্রমে নুরুল ইসলাম নাহিদ,তাকবির হাছান,আছাব উদ্দিন, জিয়াউল হক, রেজাউল করিম রাজু,আমির হোছাইন, মোঃছোটন,সুভাশ কান্তি শীল, মোঃ খোকন,দিলকাছ,ফারুক, সুমন মাতবর, আমান মাতবর প্রমূক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জালাল হোছেন,আছাব উদ্দিন,আলী আজগর,আবু ওয়ারেছ,মফিজ আলম,জিল্লুল করিম,তৌহিদুল ইসলাম,মোঃ ওয়ালিদ,নুরুল ইসলাম,করিম প্রকাশ কলি,গিয়াস উদ্দিন, ছোটন দাশ,শেখ কুতুব উদ্দিন,রহিম উদ্দিন,নেজাম উদ্দিন, মোজাম্মেল ও সোহেলসহ সকল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশে দারিদ্রের হার কমে। দেশ উন্নয়নের রোডমডেলে পরিণত হয়। তাই আওয়ামীলীগ সরকারকে বারবার ক্ষমতায় আনার জন্য জনগনের কাছে সরকারের উন্নয়নচিত্রগুলো তোলে ধরতে হবে।