নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহ্যবাহী কুতুব শরীফ দরবারে শুক্রবার জুমার নামাজে অংশ নেন বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী ও সংসদ সদস্য কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
দরবারের পরিচালক শাহজাদা আলহাজ্ব শেখ ফরিদ আল কুতুবী (মাঃ জিঃ আঃ) জুমার নামাজ পরবর্তী মিলাদ মাহফিল পরিচালনা করেন।
এতে দরবারের প্রবীণ আশেকান, অনুসারী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাত-এ-রাসুল (সাঃ) এবং ইসলামিক আলোচনার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
মাহফিলে কর্নেল অলি আহমদ বীর বিক্রম তাঁর বক্তব্যে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং মানবতার শিক্ষা ও নৈতিকতার বার্তা প্রচারের কেন্দ্রও বটে।
কুতুব শরীফ দরবারের মতো স্থান থেকে মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছানো উচিত।”
অনুষ্ঠানের একপর্যায়ে কর্নেল অলি আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদসহ তাঁর অনুসারীরা।
তারা কুতুবদিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্বীপবাসীর কল্যাণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন দরবারের পরিচালক শাহজাদা আলহাজ্ব শেখ ফরিদ আল কুতুবী (মাঃ জিঃ আঃ)।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta