এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকা লাগোয়া লামার কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় তামাক ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম পুতু (৩৬) নামের এক কৃষক নিহত হয়েছে।
অন্যদিকে ওই কৃষকের দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছে আক্রমণকারী হাতির সঙ্গী এক গর্ভবতী হাতির।
গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
তিনি বলেন, নিহত ফরিদুল আলম ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকার মৃত আলী আহমদ এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল গ্রামের বিপরীতে পাহাড়ি এলাকা লামা উপজেলার কুমারীর বিচাইন্নারছড়া।
ওই এলাকার বেশির ভাগ জমিতে তামাক চাষ করা হয়েছে। সেখানে তামাক চাষ করেছেন কৃষক ফরিদুল আলম।
নিহত ফরিদুলের তামাক চাষ লাগোয়া একটি নালার পাশে হাতি তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল।
সেই ফাঁদে জড়িয়ে সোমবার রাতে গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে।
এরই মধ্যে তামাক ক্ষেতে হাতির পাল আসার খবর পেয়ে বাড়ি থেকে সেখানে যাচ্ছিলেন কৃষক ফরিদুল আলম।
একপর্যায়ে তামাক ক্ষেতে পৌঁছার আগেই মারা যাওয়া হাতির সঙ্গী পুরুষ বন্যহাতির আক্রমণে পথিমধ্যে প্রাণ কৃষক ফরিদুল।
স্থানীয় লোকজন জানান, তামাক ও সবজি ক্ষেত রক্ষা করতে স্থানীয় কৃষকেরা জমির বিভিন্ন মোকামে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল।
সেই ধরনের বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্য হাতিটি মারা গেছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহেরাজ উদ্দিন বলেন, নিহত ফরিদুল আলম চকরিয়া উপজেলার বাসিন্দা।
তবে হাতি মৃত্যুর ঘটনাস্থল সীমান্তবর্তী লামা উপজেলায় পড়েছে।
লামা বনবিভাগের বনবিট কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে এটা প্রায় নিশ্চিত।
ঘটনাস্থলে বৈদ্যুতিক ফাঁদের তার পাওয়া গেছে।
তারপরও আমরা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে ঘটনাস্থলে এনে মারা যাওয়া হাতির ময়নাতদন্ত করেছি।
রিপোর্ট অনুযায়ী এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta