কক্সবাংলা ডটকম(২৮ মে) :: কানাডার ভ্যাঙ্কুভারের একটি হাইস্কুলের একদল শিক্ষার্থী সমুদ্রতীরে বেড়াতে গেছে। তারা সেখানে ঘোরাফেরা ও মজা করছে। এক পর্যায়ে তারা অনেক ছবি তুলল।
পরে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে গিয়ে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। একজন খেয়াল করল তাদের ছবিতে স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ছবি দেখে তারা বুঝতে পারল, যখন তারা ছবিটা তুলছিল তখন তাদের পেছন দিয়ে জগিং করতে করতে দৌঁড়ে যাচ্ছিলেন ট্রুডো। তার পরনে ছিল হাফ প্যান্ট। কানে ইয়ারফোন গোঁজা।
ছবিটি দেখে তাদের নিশ্চয় আফসোস হয়েছে, ছবি তোলার সময় নিজের দেশের প্রধানমন্ত্রী এত কাছ দিয়ে একা একা দৌড়ে গেলেন অথচ তার সাক্ষাত পেলেন না।
ডেইলি মেইল
Posted ১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta