কক্সবাংলা ডটকম(২৪ আগস্ট) :: নেইমার ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে চলে গেছেন এই মৌসুমেই। ফলে বার্সেলোনায় একধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা কাটিয়ে উঠার জন্য মরিয়া বার্সা তাই বিভিন্ন ক্লাবে ছোটাছুটি করছে। লিভারপুল থেকে কৌতিনহোকে দলে টানার জন্য আগে তিন বার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে।
সর্বশেষ ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে বার্সেলোনা ১৫০ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪৩৮ কোটি টাকার প্রস্তাব দিয়েছে।
গত সপ্তাহেই কৌতিনহোর জন্য তৃতীয় প্রস্তাব পাঠিয়েছিল বার্সেলোনা। ১২৫ মিলিয়ন ইউরোর সে প্রস্তাব অবশ্য সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়েছিল লিভারপুল।
রোববার পর্যন্ত সে প্রস্তাবেই ‘আল্টিমেটাম’ দিয়ে রেখেছিল বার্সেলোনা। ১২৫ মিলিয়নের সে প্রস্তাবে রাজি না হলে কৌতিনহোকে নিয়ে আর আগ্রহ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল।
কিন্তু স্কাই স্পোর্টসের নতুন খবর বলছে, কৌতিনহোকে পেতে মরিয়া বার্সা এবার নতুন প্রস্তাব দিচ্ছে। তাতে ১৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি বার্সা। এর মধ্যে ১১০ ইউরো সরাসরি দেবে কাতালানরা। বাকি ৪০ মিলিয়ন ইউরো সহজ কিছু শর্তের বিনিময়ে। যেমন বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলেই কিছু অর্থ পাবে লিভারপুল।
দলবদলের মৌসুমের শুরুতে কৌতিনহোর জন্য ৭৮ মিলিয়ন ও দ্বিতীয় দফা ৯৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা।
তবু যে তাকে পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না বার্সেলোনা। কারণ মাত্র ৮ দিন বাকি আছে দলবদলের। এই সময়ে কৌতিনহোর বিকল্প খুঁজে পাওয়া যে কঠিন লিভারপুলের জন্য।তাই তারাও ছাড়তে চাইবে না তাকে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta