কক্সবাংলা ডটকম(২ আগস্ট) :: অন্তত দুটি মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। এমন অভিযোগ করে উদ্বেগ জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, সাজা দিতেই বিএনপি চেয়ারপারসনের মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে।
নাশকতা, হত্যা, মানহানি, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি এমন নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচরাধীন ৩৫টি মামলা। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলা পাঁচটি। এরমধ্যে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। হাইকোর্টের নির্দেশ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে।
খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ও মিথ্যা দাবি করে বিএনপি নেতারা বলছেন, সাজা দিয়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা সফল হবে না।
বিএনপি নেতাদের দাবি শুধু হয়রানির উদ্দেশ্যেই বিএনপি নেত্রীকে কিছু দিন পর পরই আদালতে হাজির করা হচ্ছে। যা সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর।
বিএনপির আইনজীবী নেতারা জানিয়েছেন, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে সাজা হলে উচ্চ আদালতে আপিল করবেন খালেদা জিয়া।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta