সেলিম উদ্দিন,খুটাখালী((২২ ডিসেম্বর) :: চকরিয়া উপজেলার খুটাখালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্ভোধন করা হয়েছে।
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির সার্বিক সহযোগিতায় ও খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২২ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্টিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে সভাপতিত্ব করেন খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান রিহাবুল আলম লিটন।
ব্লাড কল্যান সোসাইটির চীপ আবদুল্লাহ আল মুরাদের পরিচালনায় ও সোসাইটির উপদেষ্টা নজরুল ইসলামের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য হাফেজ শরিফুল ইসলাম।
এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ডা. জামাল উদ্দীন।
বিশেষ অতিথিদের মধ্যে সাংবাদিক সেলিম উদ্দীন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি শীষ মু. রাশেল, ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু সাঈদ বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৬:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta