এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেই তিনটি শাখাখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো: এরফান উদ্দিন খুটাখালী ইউনিয়নের মেধের খাল, খুটাখালী ছড়ারমূখ খাল ও ফুলছড়ি এলাকার অবৈধ বালু উত্তোলন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো এরফান উদ্দিন বলেন, কতিপয় সিন্ডিকেট চক্রের লোকজন দীর্ঘ সময় ধরে খুটাখালী ইউনিয়নের মেধের খাল, খুটাখালী ছড়ারমূখ খাল ও ফুলছড়ি এলাকায় সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন পুর্বক লুটের বাণিজ্য করে আসছে।
বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার খুটাখালী ইউনিয়নের তিনটি শাখাখালের অবৈধ বালু উত্তোলন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এসময় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি সেলো মেশিন ও পাইপ জব্দ করে অকেজো করা হয়েছে।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইরফান উদ্দিন বলেন, অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুটাখালী বাজার ও স্টেশন এলাকায় মাইকিং করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
ধারাবাহিকভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta