সেলিম উদ্দিন,খুটাখালী(৬ জুন) :: ঘূর্ণিঝড় ‘মোরা’য় লন্ডভন্ড হলো চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন। ঘূর্ণিঝড়ের তান্ডবে স্কুলের পুর্বপাশে লম্বা হল টিনশেড স্কুল ভবনটির টিন উড়ে গিয়ে বিক্ষিপ্তভাবে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে শিক্ষাদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম খান জানান, ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব চৌধুরী মোহাম্মদ তৈয়বের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি এখন কক্সবাজার জেলার সনামধন্য বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকে এ যাবত বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা পর্ষদের নির্দেশনায় যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ. বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় জনগণের সমর্থনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ-পাঠক্রম কার্যক্রমসহ নানা প্রতিযোগিতায় তাদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আসছে। কিন্তু ঘূর্ণিঝড় ‘মোরা’র আকষ্মিক আঘাতে বিদ্যালয়টি লন্ডভন্ড হয়ে গেছে। পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এই মুহুর্তে বিদ্যালয়ের আর্থিক ফান্ড নিয়ে পুননির্মাণ কাজও করা যাচ্ছে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন ‘মোরা’র তাগুবে এ শিক্ষা প্রতিষ্ঠানের আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতি কাটিয়ে উঠতে হলে প্রচুর অর্থ সহায়তার দরকার। যা এখন সংশ্লিষ্টদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছেনা।
তাই এ ব্যাপারে চকরিয়া পেকুয়া আসনের এমপি, চকরিয়া উপজলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, সমাজ সচেতন ব্যক্তিবর্গসহ সকলের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta