সেলিম উদ্দিন,খুটাখালী(৬ জানুয়ারী) :: চকরিয়া উপজেলার খুটাখালী বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লি:(রেজিনং ২১৩৭/২০১৫) এর বার্ষিক সাধারন সভা শনিবার (৬ জানুয়ারী) সম্পন্ন হয়েছে।
ইউনিয়ের পূর্ব পাড়াস্থ সমিতির নিজস্ব ভবনে কার্যকরি কমিটির সদস্য মুজিবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভায় সভাপতিত্ব করেন কার্যকরি কমিটির সভাপতি আবুল কালাম সাওদাগর।
শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে সমিতির ক্যাশিয়ার মাষ্টার আবু সাঈদ ও শীষ মু. রাশেলের যৌথ পরিচালনায় সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে তমিজিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা, প্রবীণ আ’লীগ নেতা সাবেক মেম্বার জয়নাল আবেদীন, ব্যবসায়ী আবদুল গফুর সওদাগর, মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ হোছাইন, হাজ্বী শাহ আলম কোম্পানী, আল ফরমুজ লেচুমা করিম বালিকা মাদরাসার সুপার মাওলানা আবদু শুক্কুর, ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি বাহাদুর হক, সাধারন সম্পাদক এম বেলাল আজাদ, যুগ্ন সম্পাদক সাঈদ মু. শাহ জালাল, শিক্ষক মাওলানা শাহাব উদ্দীন আরমান, খুটাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম কালা শফি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার, দিগন্ত কিড্স কেয়ার স্কুল পরিচালক আলহাজ্ব মাঈন উদ্দীন, প্যানেল চেয়ারম্যান আবদুল আউয়াল, মেম্বার আনোয়ার হোসন, জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাজী জাহেদ নেওয়াজ, বিএনপি নেতা ছাদেকুর রহমান, ইউনিয়ন যুবদল আহবায়ক আনিসুর রহমান, আইডিএস নির্বাহী পরিচালক কাজী সাইফুল ইসলাম, সমিতির নেতৃবৃন্দের মধ্যে আবদুর রহমান, মুসলিম উদ্দীন, সরওয়ার আলম, আরিফুল ইসলাম লিটন ও নাছির উদ্দীন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সমিতির উত্তোরত্তর সাফল্য কামনা করে বলেন, ক্ষুদ্র প্রচেষ্টার ফসল বণিক সমিতি। সকলের পরিশ্রমে মাত্র ৩ বছরে উপজেলার একটি মডেল সমিতি হিসাবে সুনাম কুড়িয়েছে। আগামীতে স্থানীয় পর্যায়ে আরো অগ্রসর ভুমিকা রাখবে এমনটা প্রত্যাশা করে ভবিষ্যতে সমিতির মান উন্ন্য়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় বিগত ২০১৭ সালের বার্ষিক আয়-ব্যয় বিবরনী পাঠ করেন সমিতির সম্পাদক খুটাখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী বেলাল উদ্দীন সওদাগর। সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে তা পাশ করা হলে সভাপতি আবুল কালাম সওদাগর অনুমোদন দেয়।
সভায় আমন্ত্রিত মেহমান ও সদস্যদের সম্মানে দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্টান শেষে দোয়া ও মুনাজাত করেন মাওলানা আবদু শুক্কুর।
Posted ২:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta