সেলিম উদ্দিন,খুটাখালী(১৭ জুন) :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, দেশে উন্নয়নের কথা বলে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার নামে সর্বত্র লুটপাট করছে। খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আওয়ামীলীগের মন্ত্রী এমপিরা বিদেশে টাকা পাচারে ব্যস্ত হয়ে পড়েছে।
আগামী সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, জাতিকে দু:শাসনের কবল থেকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে পতন ঘটাতে শপথ নিতে হবে।
শনিবার খুটাখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমান।
যুবদল নেতা নাছির উদ্দিনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ইদ্রীসের সঞ্চালনায় উদ্বোধণী বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদল সভাপতি এম ইব্রাহীম খালীল কাকন, এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক এম জাফর আহমদ। বিশেষ অতিথিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ফরিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শফিউল আলম, বিএনপি নেতা কাজী জাহেদ নেওয়াজ, আকতার কামাল, মিজানুর রহমান ও মহিদু বক্তব রাখেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক এম জাকারিয়া, সহ সাধারন সম্পাদক আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুর রহমান কাইছার, দপ্তর সম্পাদক শহিদুল হক সিকদার,চকরিয়া পৌর যুবদল সিনিয়র সহ সভাপতি একরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় এসময় ইসলামপুর বিএনপির সভাপতি মনজুর আলম, পোকখালী বিএনপির সভাপতি আকতার উদ্দিন, খুটাখালী ইউনিয়ন বিএনপির মমতাজুল হক মেম্বার, মোহাম্মদ আলম, আবছার, ইউনিয়ন যুবদলের এনাম, নবী হোছন, আবু তাহের, মাহবুবুর রহমান, শাহাজান, জাইতুন, জাহেদ হোছন, আলী আহমদ, ইউছুপ, নাছির, শাহাজাহান বাবুল, গিয়াস উদ্দিন, আবুল হাশেম, রিদোয়ান, তহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন বাবুল, মাহবুবুর রহমান, শাহ আলম, রবি, স্বেচ্ছাসেবক দলের মাষ্টার ফখুরুল ইসলাম, মাষ্টার বশিরুল ইসলাম, ছাত্রদলের শীষ মোহাম্মদ রাসেল, সাজেদুল আজিম বিজয়সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের হাফেজ নজরুল ইসলাম।
Posted ১১:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta