হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি(৭ জানুয়ারী) :: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আনাচে কানাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধিন পিডিবির বিদ্যুৎ সংযোগ স্তাপন করা হচ্ছে।
ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটি স্থাপনের কাজ আরম্ভ হয়েছে।
আগামী চার মাসের মধ্যে এসব গ্রামের প্রতিটি বাড়ি- রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। পর্যায়ক্রমে ইউনিয়নের ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডেও এই সংযোগ যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিষ্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ ও পুনর্ভাসন, নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ(৩৩/১১ কেবি) এর অংশ হিসেবে রামুর গর্জনিয়াতে ১০ কিলোমিটার নতুন লাইন নির্মাণের কাজ চলছে।
এ প্রকল্পের ৫ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন সংযোগ গর্জনিয়া ইউনিয়নের বটতলী ও আশ পাশের এলাকায় হচ্ছে বলে জানান, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াজুল হক। তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছেন রামু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রামু উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন জানান, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ইতোমধ্যে ৫০ ভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে গর্জনিয়া ইউনিয়ন শতভাগ বিদ্যুতানের আওতায় আসবে। কচ্ছপিয়া তিতার পাড়া এলাকার বাসিন্দা, নুরুল আমিন জানান স্বাধীনতার পর থেকেই ওই এলাকা বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল।
অতীতে অনেক সাংসদ, রাজনৈতিক নেতা আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। কিন্তু কেউ কথা রাখেনি। বারে বারে এলাকাবাসি প্রতারিত হয়েছে। একমাত্র আমাদের রামুর জন্মজাত সন্তান, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, এমপি নির্বাচিত হওয়ার পর রামুর অবহেলিত এলাকা সমুহ চিহ্নিত করে অবকাটামোগত উন্নয়নসহ শিক্ষার আলোর পাশাপাশি বিদ্যুতের আলোয়ও আলোকিত করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আমাদের গর্জনিয়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন হলো। এটা আমাদের গর্জনিয়া বাসির লালিত স্বপ্নের বাস্তবায়ন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
একই ইউনিয়নের যুবলিগের সাধারন সম্পাদক ও সমাজ সেবক নাছির উদ্দিন সোহেল সিকদার জানান, ওই এলাকায় বিদ্যুতায়নের জন্যে অনেক এমপি, মন্ত্রীর কাছে হাজারবার ধর্না দিয়েছিলাম। সবাই শুধু আশ্বাসের বাণী শুনিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ও আমাদের সন্তান সাইমুম সরওয়ার কমল, এমপি নির্বাচিত হওয়ার পর গর্জনিয়া ইউনিয়ন সহ রামু উপজেলার অবহেলিত এলাকায় যে উন্নয়ন হয়েছে অতীতের কোন এমপি এর দু ভাগের এক ভাগও উন্নয়ন করতে পারেনি। এখানকার চির অবহেলিত এলাকার আটটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে, এটা আমাদের কল্পনার পরিপুর্ণতা।
পাশাপাশি স্থানীয় সাংসদ সাইমন সরোয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে.কর্নেল ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।পরিষদের সাবেক চেয়ারম্যান, তৈয়ব উল্লাহ চৌধুরীর লালিত স্বপ্ন অবশেষে বাস্তবায়ন হচ্ছে।