কক্সবাংলা ডটকম(২৬ ডিসেম্বর) :: গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে একাধিক উন্নত প্রযুক্তির ড্রোন কিনছে ভারত। এর ফলে ভারতের সামরিক অভিযান চালাতেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মোট ১২০টি ড্রোন কেনার ব্যবস্থা করছে কেন্দ্র।
এই ধরনের ড্রোনগুলি ৬০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। টানা ৩০ ঘণ্টা আকাশে উড়তে পারবে এগুলি। বর্তমানে ভারতীয় সেনার কাছে রয়েছে হেরনের মিডিয়াম-অল্টিটিউড ড্রোন। এছাড়া রয়েছে অপেক্ষাকৃত ছোট Mark II ড্রোন।
দুটিই ইজরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। হেরন ড্রোনগুলি ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে, আকাশে থাকতে পারে ৪৫ ঘণ্টা। আর Mark II ড্রোন ১৫,০০০ ফুট উচ্চতায় যেতে পারে, ওড়ার ক্ষমতা থাকে ২০ ঘণ্টা।
লেফট্যানেন্ট জেনারেল সুব্রত সাহা বলেন, ‘যত বেশি উঁচুতে উঠবে, ততদূর দেখা যাবে।’ নতুন এই ড্রোনে অনেক দামি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
এছাড়া, নরেন্দ্র মোদীর মার্কিন সফরেই চূড়ান্ত হয়েছে ড্রোন সরবরাহের চুক্তি। ভারতকে ২২টি গার্ডিয়ান ড্রোন দেওয়ার ক্লিনচিট দিয়েছে আমেরিকা। মোট ২০০-৩০০ কোটি ডলারের চুক্তি হয়েছে দুই দেশের।
Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta