কক্সবাংলা ডটকম(১৫ জুলাই) :: ঘোষিত সময়ের আগেই দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৮ ফ্ল্যাগশিপ বাজারে আনতে চায়। এই ফ্ল্যাগশিপ ফোন দিয়ে টেক্কা দিতে চায় আইফোনকে।
আগামী ২৩ আগস্টের মধ্যেই ফোনটি বাজারে আনার ঘোষণা আসতে পারে বলে কোরিয়ান সংবাদ মাধ্যমে দ্যা বেল এর প্রতিবেদনে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্যামসাংয়ের এক এক্সিকিউটিভ ফোনটি বাজারে আনার এমন ঘোষণার কথা জানান।
ওই বলেন, সেই ঘোষণাতেই শোনা যেতে পারে এটি বাজারে আসবে সেপ্টেম্বরের প্রথম দিকেই। এর আগের ঘোষণায় বলা হয়েছিল, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফোনটি বাজারে ছাড়া হতে পারে।
তবে অনেকেই মনে করছেন, যেহেতু অ্যাপল তাদের আইফোন ৮ সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাজারে আনার কথা জানিয়েছে। তাই তাদেরকে টক্কর দিয়ে বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে তাদের আগেই বাজারে গ্যালাক্সি নোট ৮ নিয়ে আসবে স্যামসাং।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta