শহিদুল ইসলাম, উখিয়া(২১ মে) :: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে প্রস্তাবিত স্থল বন্দর স্থান পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক) ড.আনিস আহমদ এনডিসি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
২১ মে দুপুর ১২ টায় নোয়াপাড়ায় প্রস্তাবিত স্থল বন্দর স্থান পরিদর্শন করেন। পরে দুপুর ২টার ঘুমধুম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের পরিচালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলার এমপি প্রতিনিধি খাইরুল বশর।
এতে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক) ড.আনিস আহমদ এনডিসি বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। জন বান্ধব সরকার বলেই জনগণের কথা মাথায় রেখে উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অচীরেই ঘুমধুম স্থল বন্ধর নির্মান করা হবে।
অন্যান্যের মধ্যে প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের উপ -পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, উপ -প্রকৌশলী রুহুল আমিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, উপজেলা সার্ভেয়ার মোঃ মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়া, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ ও সুশীল সমাজ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta