মোসলেহ উদ্দিন, উখিয়া(৩ জুন) :: মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর ক্ষতি পুষিয়ে নিতে কাউকেও নিরাশ হতে হবেনা। প্রয়োজনে সবরকম সহায়তা সরকারের পক্ষ থেকে করা হবে। না খেয়ে কাউকেও থাকতে হবে না। আপনারা সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, দেশনেত্রী শেখ হাসিনার সরকার সম্পুর্ণ জনবান্ধব সরকার। সুখ-দুঃখে সব সময় যিনি মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছেন।
শুক্রবার প্রলয়ংকরী মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণকালে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি একথা বলেন।
তিনি উখিয়া উপজেলার লাগোয়া গ্রাম নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন পাহাড়ী জনপদ ঘুমধুম পরিদর্শণকালে মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে ১শ পরিবারকে ত্রান বিতরন করেন। তিনি বলেন, দুর্গত মানুষের সহায়তা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে মিয়ানমার সীমান্ত এলাকা ঘুমধুমের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আকতারুজ্জমান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কৈশল্যা মার্মা, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত আচার্জ্য, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, অফিসার ইনচার্জ তৌহিদ কবির, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমূখ।
Posted ৫:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta