কক্সনবাংলা রিপোর্ট :: বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এই ঘূর্ণিঝড়ের নাম রিমল। এটি সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড়।
নাম দিয়েছে ওমান, আরবি শব্দ ‘রিমল’-এর অর্থ বালি।
আর কতদূরে ঘূর্ণিঝড় ‘রেমাল’? এটি কোথায় আছড়ে পড়বে? কতটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ? সেই সময় তার গতিবেগ কত হবে? এই মুহূর্তে এসব প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে জেলাবাসীর কাছে।
এসব নিয়ে আপডেট দিয়েছে আবাহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে।
শনিবার রাত ৯টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এ কারণে কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।
ইতিমধ্যে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটির জনসংযোগ শাখার কর্মকতা বোসরা ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এসব ফ্লাইট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ।
আবহাওয়া অফিসের অনুমান, এটি রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে সরাসরি উত্তর অভিমুখে এসে খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আছড়ে পড়বে।
রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমল-এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
রাত ১১টা থেকে ১টার মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।
রবিবার বিকেল পাঁচটার পর থেকেই রিমল এর প্রভাব সরাসরি পড়বে কক্সবাজার জেলায়।
রিমল কক্সবাজার উপকূলে সরাসরি আঘাত না হানলেও কিছুটা দমকা বা ঝোড়ো বাতাসের বেগ থাকতে পারে।
‘রেমাল’র কারণে শনিবার রাত সাড়ে ৮টার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি হতে দেখা গেছে। মধ্যরাতের পর তা বেড়েছে বলে জানা যায়।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার রাতে এ তথ্য জানিয়েছে।
তবে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান প্রবল শক্তিসম্পন্ন ঝড়টির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন রাতেই মহাবিপদ সংকেত জারি হতে পারে।
তিনি উপকূলবাসীকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
Posted ২:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta