বিশেষ প্রতিবেদক(৩ জুন) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,কক্সবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একজন মানুষও ঘরবাড়িহীন ও না খেয়ে থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের নেতৃত্বে ৭টি প্রতিনিধিদল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।
শনিবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতিতে যারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে বাজেটে দুর্নীতির অভিযোগ মানায় না।
তিনি বলেন, জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে তারা সরকারের সমালোচনা ও ঢাকায় বসে ফটোসেশন ব্যস্ত থাকেন।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধাণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক প্রমুখ।এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৭:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta