কক্সবাংলা ডটকম(৩১ মে) :: ঘূর্ণিঝড় মোরা’র ফলে বঙ্গোপসাগরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবাহিনী যৌথভাবে কাজ করছে। বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের দক্ষিণ উপকূল থেকে বঙ্গোপসাগরে ৯০ নটিক্যাল মাইল দুরুত্বে গভীর সমুদ্রে চলাচলকারী নৌযান আইএসএস সুমিত্রা বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করছে। ইতোমধ্যে তারা মহেশখালী সংলগ্ন সাগর থেকে ৩৩ জনকে উদ্ধার করেছে ।
এই অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শেষ হলে বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্বে বুঝিয়ে দিয়ে আইএসএস সুমিত্রা ত্রাণ পৌঁছে দিতে চট্টগ্রাম বন্দরের দিকে রওয়ানা হবে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ২টি পরিবহন বিমান ও ২টি হেলিকপ্টার ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আরো ৫ টি হেলিকপ্টার চট্টগ্রাম বিমান ঘাটিতে প্রস্তুত রয়েছে বলেও আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ১:৩৫ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta