মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্রংছড়ি(১ জুন) :: ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা পরিদশর্নে আসছেন আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রিয় প্রতিনিধি দল। পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মামনীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুরের র্নেতৃত্বে এ দলে আরো যারা থাকবেন, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল ও আখতারুজ্জান ।
তারা সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরুতে এবং বিেেকলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ঘুণিঝড় মোরার আঘাতে ক্ষগ্রিস্থদের চাল বিতরণ করবেন। সন্ধ্যায় তারা নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন।
এদিকে ১ জুন বৃহস্পতিবার মোরার আঘাতে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বাণিক, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল।
তারা সারা দিন উপজেলা ঘুমধুম ইউয়িনের রেজু , ফাত্রা ঝিরি, আজুখাইয়া, ্্্্্্্্্্্্্উত্তর ও দক্ষিন ঘুমধুম এবং তুমরু এলাকা পরিদর্শন শেষে তুমরুস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ, বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বাণিক, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন ,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল সাবেক চেয়ারম্যান দীপক বড়–য়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ ও কামাল উদ্দিন প্রমূখ।
এতে সকল ইউপি মেম্বার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বেলা ৩ টায় এ সভা অনুষ্টিত হয়।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta