হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ মে) :: কক্সবাজারের সেন্টমার্টিনে সর্বোচ্চ ১১৪ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। মঙ্গলবার সকালে এর প্রবাহিত বাতাসের গতিতে লণ্ডভণ্ড হয়েছে সেখানকার গাছপালা ও ঘরবাড়ি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ বলেন, “ঘূর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিন দ্বীপকে বিধ্বস্ত করে দিয়েছে। এ দ্বীপে প্রায় হাজারের মত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে আহত হয়েছেন অনেকে। এ দ্বীপে মানুষদের খাবার ও পানি সংকেট রয়েছে। প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
Posted ১:০১ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta