কক্সবাংলা রিপোর্ট(৩০ মে) :: ঘূর্ণিঝড় ‘মোরা’ আতঙ্কে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলায় ঝড়ে গাছচাপায় আরো দুইজনের মৃত্যু হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মরিয়মের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলায় ঝড়ে গাছচাপায় অপর দুইজনের মৃত্যু হয়।
কক্সবাজারে মৃতরা হলো, পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেডিঘাট এলাকায় বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫), চকরিয়ার বড়ভেওয়া এলাকার মৃত নূর আলম সিকদারের স্ত্রী সায়েরা খাতুন (৬৫) ও একই উপজেলার পূর্ব জুমখালী এলাকার আবদুল জব্বারের ছেলে রহমত উল্লাহ (৫০)।
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান জানান, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে ঘূর্ণিঝড়ের আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মোরা আজ সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।
Posted ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta