এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে আলিফ ইলেকট্রনিক ও হার্ডওয়ার নামের ইলেকট্রনিক সামগ্রীর দুটি দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি স্টেশন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো বেচাকেনা শেষে মঙ্গলবার রাত ১২ টার কিছু আগে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।
এরইমধ্যে রাত দেড়টার দিকে দোকানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
পাশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানসহ সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় আমার ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে আমি নিঃস্ব হয়ে গেলাম।
তবে কীভাবে আমার দোকানে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায় নি।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে দুইটার দিকে উপজেলার হাসেরদিঘি বাজার এলাকায় আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একসাথে কাজ করে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সুত্রপাত ঘটেছে।
তবে দোকান মালিকের দাবি, কোন সময় যাতে দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা না ঘটে, সেইজন্য আমি দোকানের ভেতরে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে (তার) তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করি।
সেকারণে আমি নিশ্চিত আমার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে না।
Posted ৯:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta