মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আলোচিত কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
গত মঙ্গলবার (৭জানুয়ারি) রাতে কিশোরীর বাবা বাদি হয়ে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।
এতে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকার জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ তাজুম ওরফে তাজুল উদ্দিন (২২), মগনামা পাড়ার আবু ছালেকের ছেলে অমিত হাসান (২৫), গোলাম কাদেরের ছেলে তারেক জিয়া (২১), কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩), বদরখালীর মো. ছোটন (২৩) ও মো. ফারুক (২৪)।
তবে, ঘটনা সংঘটিত হওয়ার পরপরই থানার ওসি মো.মঞ্জুর কাদের ভুঁইয়ার নেতৃত্বে একাধিক পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিদের মধ্যে তাজুম, অমিত, তারেক ও কাজলকে মামলার আগেই আটক করে।
এছাড়া সন্দেহভাজন হিসেবে বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো.বশির (৩৮), ঢেমুশিয়া পাড়ার আবদুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭), বদরখালী ইউনিয়নের বাজার পাড়ার মোহাম্মদ আবছারের ছেলে মোহাম্মদ সজিব (২৫), বশির আহমেদের ছেলে মোহাম্মদ ছোটনকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
তাদেরও আদালতে পাঠানো হয়েছে। তবে তাদের জামিনের বিরোধীতা করবে না পুলিশ।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আসামিদের নাম আসতে থাকে। সেখান থেকে চারজনকে শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশও দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। আশা করছি, বাকি আসামিদের দ্রুত আইনে আওতায় নিয়ে আসবে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার পরপর মহেশখালী ও বদরখালী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর মধ্যে চারজনকে আসামি করা হয়। অন্য চারজনের সম্পৃক্ততা না থাকলে তাঁদের জামিনে বিরোধিতা করবে না পুলিশ।
ওসি বলেন, এজাহারনামীয় পলাতক ছোটন ও ফারুককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
তিনি বলেন, বুধবার ২টা দিকে আসামিদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ধর্ষণের শিকার কিশোরীকেও আদালতে নেওয়া হয়েছে।
বিচারক তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবেন বলেও জানিয়েছেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta