এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী নৌ চ্যানেল থেকে নিষিদ্ধ পাঁচটি বেহেন্দি জাল জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল আমিন ও বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আকবর আলীর নেতৃত্বে রোববার ২৬ জানুয়ারি এক বিশেষ অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ পরবর্তী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ারুল আমিন।
তিনি বলেন, গত রোববার বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আকবর আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী বদরখালী চ্যানেল থেকে ৫টি অবৈধ বেহেংন্দী জাল জব্দ করা হয়।
যাহার আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
পরে জব্দকৃত এসব বেহেন্দি জাল অভিযান টিমের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
বদরখালী নৌ-থানা পুলিশের এএসআই আকবর আলী বলেন, সাগরে এসব বেহেন্দি জাল বসিয়ে আহরণের কারণে মাছের বংশ ধ্বংস করা হচ্ছে।
তাই এসব জাল যেন আগামীতে কেউ আর বসাতে না পারে সেইজন্য আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta