এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় দূর্বৃত্তদের হামলায় নাছির উদ্দীন (৩৫) নামে ঔষধ কোম্পানির এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত নাছির উদ্দিন উপজেলার হারবাং ইউনিয়নের মহাজন পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
তিনি ঔষধ কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কক্সবাজার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
হামলার সময় ভাইকে বাঁচাতে গিয়ে পিটুনীতে আহত হয়েছেন নাছির উদ্দীনের বড় বোন ফোরকান আরা বেগমও।
তারা দুইজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফোরকান আরা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছোটভাই তার কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেল যোগে হারবাংয়ের নিজ বাড়িতে ফিরছিলেন।
রাত ৯টার দিকে সে হারবাং বাজারের বটতলী এলাকায় পৌছলে একটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) পেছন দিক থেকে ধাক্কা দিয়ে নাছির উদ্দিনের মোটরসাইকেলটিকে ক্ষতিগ্রস্থ করে।
এ সময় টমটম চালক তপুর সাথে নাছির উদ্দিনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের বিরোধ মিমাংসা করে দেন। পরে নাছির উদ্দিন বাড়ি ফেরার পথে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা হলে বিষয়টি তাকে অবহিত করেন।
এ সময় হঠাৎ টমটম চালক তপু,বাপ্পির নের্তৃত্বে ১৫/২০ জনের একদল বখাটে লাঠিসোটা নিয়ে আমার ভাই নাছির উদ্দিনের উপর হামালা চালায়।
দূর্বৃত্তরা নাছির উদ্দিনকে নির্মমভাবে প্রহার করার পর মাটিতে ফেলে তার শরীরের উপর নৃত্য করে।
বিষয়টি জানার পর আমি বাড়ি থেকে বের হয়ে ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে এগিয়ে গেলে দূর্বৃত্ত্রা আমাকেও পিটিয়ে আহত করে।
আহত ফোরকান আরা বলেন, হামলার পর আমার ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
সেখানে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
তিনি বলেন, আমার ভাইয়ের শাররীক অবস্থা এখনো আশংকা জনক। চিকিৎসা শেষে এ ব্যাপারে আমরা মামলা করবো বলে জানান ফোরকান আরা বেগম।
চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, হারবাং হামলার ঘটনাটি আমি অবগত নই। এ ব্যাপারে থানায়ও কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta