এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি সময়ে কৃষিজমির টপসয়েল কেটে মাটি লুটের বাণিজ্য শুরু হয়েছে।
একইভাবে কতিপয় মহল জমির শ্রেনী পরিবর্তন পরিবর্তন করে কৃষি জমি কেটে তৈরি করছে মৎস্য চাষের পুকুর।
এ অবস্থায় উপজেলায় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এতে করে খাদ্য সষ্য উৎপাদনে দেখা দিয়েছে চরম সংকটাপন্ন অবস্থা।
জানা গেছে, চকরিয়া উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসার ও স্থানীয় পরিবেশ সচেতন মহলের কাছ থেকে অভিযোগ পেয়ে সর্বশেষ রোববার (৫ জানুয়ারি) চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের কোনাখালী ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন পরিবেশ আইন লঙ্ঘন করে জমির শ্রেনী পরিবর্তন পুর্বক জমির উপরিভাগের টপসয়েল কেটে মাটি লুটের ঘটনায় কোনাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকা থেকে একটি স্কেভেটর গাড়ি ও পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে।
একইসময়ে আদালত পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে অভিযান চালিয়ে টপসয়েল কেটে মাটি লুট ও পরিবহনের অভিযোগে দুইটি ডাম্পার ট্রাক জব্দ করেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন।
তিনি বলেন, উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় একটি এক্সকেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। এসময় চকরিয়া থানা পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একইদিন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে অভিযান চালিয়ে একই অপরাধে ২ টি ডাম্পার জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta