এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া এলাকার জসিম উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে পুলিশ দুইটি বাছুরসহ চারটি গরু উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ওই এলাকায় গিয়ে গরু গুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।
বাড়ির মালিক জসিম উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর ছোট ভাই।
এদিকে বাড়ির গোয়ালঘর থেকে গরু উদ্ধারের ঘটনাটি স্থানীয় কুচক্রী মহলের পরিকল্পিত সাজানো নাটক বলে অভিযোগ তুলেছেন জসিম উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার।
তিনি দাবি করেন, গভীর রাতে বাইর থেকে দুটি গরু এনে কতিপয় মহল আমার বাড়ির গোয়ালঘরে ঢুকিয়ে দিয়ে কৌশলে উদ্ধার নাটক সাজিয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূইয়া বলেন, হারবাং থেকে চুরি হওয়া দুটি গরু ফাসিয়াখালী ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে গরু মালিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta