মুকুল কান্তি দাশ,চকরিয়া ::বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই হবে না। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কেউ যদি ধর্মের নাম দিয়ে অরাজকতা চালানোর চেষ্টা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
এই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব তিথী উপলক্ষে চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যাগে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে আয়োজিত চারদিনব্যাপী মহোৎসবের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এসব কথা বলেন।
চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে বর্ণাঢ্য
শোভাযাত্রা পূর্ববর্তী আলোচনা সভার উদ্ধোধনী বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
অনুষ্টানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন নিত্যানন্দ গীতা সংঘের সাবেক সভাপতি টিটু কান্তি দাশ।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার প্রধান সম্বনয়ক সাংবাদিক মুকুল কান্তি দাশের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশ,
চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ,চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিধান কান্তি রুদ্র,
হরি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা হারাধন দাশ, বিকাশ ধর মহাজন,চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া
পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি সুভাষ চন্দ্র দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক নন্দরাম দাশ, অর্থ-সম্পাদক উজ্জল দে শিমুল, তত্ববধায়ক রঞ্জন দাশ মনু প্রমুখ।
আলোচনা সভা শেষে আনন্দ-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চকরিয়া কেন্দ্রীয়
হরি মন্দিরে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
এসময় সনাতনী ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্রেও তালেতালে নৃত্যে মগ্ন হন।
আগামীকাল বৃহস্পতিবারে রয়েছে শুভ অধিবাস ও গীতি নাট্য ‘ ওঁ শ্রী কৃষ্ণস্তু ভগবান স্বয়ম’।
পরের দিন শুক্রবার রয়েছে অষ্ট্র প্রহরব্যাপী মহানামযজ্ঞ। এই নামযজ্ঞে নামসুধা পরিবেশন করবেন শ্রী গৌরাঙ্গ সুন্দর সম্প্রদায়, শ্রী অমৃতবানী সম্প্রদায়, শ্রী কৈবল্যনাথ সম্প্রদায় ও শ্রী সমাধি মন্দির সম্প্রদায়।
শনিবার ভোওে পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়ের মধ্য দিয়ে চারদিন ব্যাপী অনুষ্টানের সমাপ্তি ঘটবে।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy