এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালত কতৃক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে থানা পুলিশের দুটি টিম উপজেলার কাকারা ইউনিয়ন ও ফাসিয়াখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
সোমবার বিকালে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী ভরাচর এলাকার হাবিব উল্লাহ প্রকাশ লেদু ডাকাতের ছেলে আশেক উল্লাহ (৩০), উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার মৃত মোহাম্মদ পেঠানের ছেলে নুরুল আলম (৪০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামি আশেক উল্লাহর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৮, তাং-১০/০১/২৫ ইং তদন্তাধীন আছে।
অপর দুই আসামি নুরুল আলম ও নুর মোহাম্মদ আদালত কতৃক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
সোমবার দুপুরে তিন আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta