মুকুল কান্তি দাশ,চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে মো. সাফওয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সাফওয়ান ওই এলাকার মো. রাশেদ এর ছেলে।
জানা যায়, দুপুরে খেলার সময় বাড়ির সামনে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায় সাফওয়ান।
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু সাফওয়ান সম্পর্কে তার নাতি বলে জানা যায়।
Posted ৬:০৬ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta