মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং এলাকার রেদুয়ানুল হকের ছেলে এমরানুল হক প্রকাশ শামীম(২৫) ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোয়াজনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে এরা ডাকাতির সাথে জড়িত।
মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার তাদের সম্পৃক্তত থাকার তথ্য পেয়েছি। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতির মামলাও রয়েছে।
তিনি বলেন, তাদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন মাধ্যমে সোর্স নিয়োগ করেন। পাশাপাশি পুলিশও তাদের উপর নজরদারি শুরু করে।
পরবর্তীতে শনিবার ভোরে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ও সোয়াজনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta