এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত থাকাবস্থায় কাকতালীয় ভাবে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের অভিযোগে একটি মামলায় আসামি হয়েছেন বাবা- ছেলেসহ পাঁচজন। ঘটনার সময় বাবা- ছেলে দোকানে ছিলেন সিসিটিভিতে এমন ফুটেজ থাকলেও তাদের বিরুদ্ধে কাউছার জান্নাত নামের এক গৃহবধূ বাদি হয়ে আদালতে রুজু করা মামলা নিয়ে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
মামলার বাদি কাউছার জান্নাত বিএমচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশে বাক্কারপাড়া এলাকার মোঃ জয়নালের স্ত্রী। গতকাল ২৭ আগস্ট চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রুজু করা সিআর মামলার (নং ২০২৮/২৩) এজাহারে বাদি কাউছার জান্নাত তার বসতবাড়ির সামনে উঠানে হামলা ভাংচুর ও মারধরের ঘটনাটি ২২ আগস্ট সকাল সাড়ে এগারোটায় সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, বিএমচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়া পাড়ার মৃত আলী আহমদ এর ছেলে গিয়াস উদ্দিন আহমদ, আবদুল নবীর ছেলে জামাল উদ্দিন মনু, গিয়াস উদ্দিন আহমদ এর ছেলে শহিদুল ইসলাম জিহাদ, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাক্কারপাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদ এর দুই ছেলে মো: মানিক ও নবী আলম।
এদিকে গতকাল চকরিয়া প্রেসক্লাবে এসে মামলার এক নম্বর আসামি বিএমচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়াপাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমদ (৫০) ও তার ছেলে শহিদুল ইসলাম জিহাদ (২৩) সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাদি কাউছার জান্নাত তার মামলার এজাহারে ঘটনার টাইম মঙ্গলবার ২২ আগস্ট সকাল সাড়ে এগারোটা দেখিয়েছেন। অথচ সেইদিন সাড়ে এগারোটার সময় আমরা বাবা- ছেলে দুইজন ছিলাম নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের দোকানের সিসিটিভির ফুটেজে তা সংরক্ষিত রয়েছে।
ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা গিয়াস উদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, কোন ধরনের ঘটনা না হলেও আমার পরিবার সদস্যদের হয়রানির করার জন্য মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মুলত আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য তাঁরা এসব অপচেষ্টা চালাচ্ছে। আমরা এইধরনের মিথ্যা ঘটনা দেখিয়ে মামলায় আসামি করে হয়রানির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এব্যাপারে আদালতের বিজ্ঞ বিচারক ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
coxbangla.com | Chanchal Chy