এম জিয়াবুল হক, চকরিয়া :: মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রেনীপেশার নাগরিকদের নিয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইরফান উদ্দিন, চকরিয়া সেনা ক্যাম্পের মেজর নাসিফ বিন জামান, চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন দত্ত, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজি,
চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী মাসউদ মোর্শেদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।
সভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক এম আলী হোসেন, চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেন্সি প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন হস্তশিল্প সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে এবছর চকরিয়া বিমানবন্দর বিজয় মঞ্চে বিজয় মেলা অনুষ্ঠিত হবে। মেলায় হস্তশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনভুক্ত দেশীয় পণ্যের স্টল অংশ গ্রহন করবে।
এইজন্য চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভা কতৃপক্ষ সমন্বয় করে বিজয় মেলার আয়োজন করবে। মেলা একদিন চলবে। প্রয়োজন সাপেক্ষে আরও একদিন বাড়তে পারে।
এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন কর্মসুচি নেই। তবে এদিন সকালে ৩১ বার তোপধ্বনি দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হবে।
এনপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
Posted ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta