এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদরাসাপাড়াস্থ নিজবাড়িতে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত ঘাতক হত্যাকারী শওকত হাসান মেহেদীর ফাঁসি ও মামলার অপরাপর আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছেন নিহতদের পরিবার সদস্য ও এলাকাবাসী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা জনতা শপিং সেন্টার থেকে শুরু করে চকরিয়া হাসপাতাল রোড় পর্যন্ত রাস্তার দুপাশে পুরুষ ও মহিলা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকার শত শত ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্থরের জনসাধারণ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ছুরিকাঘাতে নিহত পারভীন আক্তারের স্বামী এবং নিহত মেয়ে উম্মে হাফছা তুহির বাবা চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিক ও ব্যবসায়ী নেতা মোঃ আবদুল হামিদ। এছাড়া বক্তব্য দেন নিহতদের প্রতিবেশি চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন হেলালী, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সমাজ সেবক জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনেদুপুরে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে মা-মেয়েকে হত্যাকারী ইতোমধ্যে গ্রেফতার হওয়া ঘাতক শওকত হাসান মেহেদীকে বিচারের মাধ্যমে দ্রুত সময়ে ফাঁসি দিতে হবে। একইসঙ্গে ঘাতক শওকত হাসান মেহেদীর পিতা-মাতাসহ মামলার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
বক্তারা বলেন, চকরিয়া থানা পুলিশ ঘটনার দিন ঘাতক শওকত হাসান মেহেদীকে গ্রেফতার করেছে। এইজন্য মানববন্ধন থেকে চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূইয়া সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মামলার অপরাপর আসামিদের গ্রেফতারে আমরা পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভুমিকা চাই।
প্রসঙ্গত: গত ১৭ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদরাসা পাড়াস্থ শশুর বাড়িতে ঢুকে ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী তাঁর নববিবাহিতা স্ত্রী উম্মে হাফছা তুহিকে ছুরিকাঘাতে খুন করে।
ওইসময় একপর্যায়ে ঘাতক বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় মেয়ের শৌর চিৎকারে শাশুড়ী পারভীন আক্তার মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ঘাতক মেহেদীকে শাশুড়ীকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে মেয়ে উম্মে হাফছা তুহি মারা গেলেও চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর শাশুড়ি পারভিন আক্তার গত ৩১ জানুয়ারি ভোরে মারা যায়। এ ঘটনায় সাংবাদিক আবদুল হামিদ বাদি হয়ে চকরিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, মা- মেয়ে খুনের ঘটনায় ইতোমধ্যে জড়িত ঘাতক স্বামী শওকত হাসান মেহেদীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অপরাপর আসামিদের গ্রেফতারে পুলিশের সর্বাত্বক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আশাকরি অচিরেই মামলার সকল আসামিকে গ্রেফতার করে আইনের কাছে সৌপদ্দ করতে সক্ষম হবো।
Posted ৮:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta