মুকুল কান্তি দাশ,চকরিয়া :: বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা শাহ ওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুর রহমানকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (৪জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিনের নেতৃত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়।
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মামুদুর রহমান চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ,উপজেল স্কাাউট টীমের কমিশনার, সাকের মোহাম্মদ চর (এসএমচর) কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে শুক্রবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় এসএমচর মাস্টার পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ…..রাজিউন)।
খ্যাতমান শিক্ষক, সমাজ হিতৈষী ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে কক্সবাজার জেলার শিক্ষক সমাজসহ পুরো চকরিয়াবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের একমাত্র ছেলে শাহেদুর রহমান ফাহিম চট্টগ্রামের বেসরকারী একটি উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই অধ্যাপক আবু তালেব।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta