মুকুল কান্তি দাশ,চকরিয়া :: দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এসময় অবৈধভাবে নির্মিত ৭০-৮০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী একতাবাজার এলাকার সড়কের উভয় পাশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) আব্দুল লতিফ খান।
চকরিয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-সহকারি প্রকৌশলী কুতুব উদ্দিন বলেন, বরইতলী একতা বাজার এলাকায় সওজের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমুহ ভেঙ্গে ফেলার জন্য দু’দফায় নোটিশ দেয়া হয়। কিন্তু অবৈধ দখলদাররা সে ব্যাপারে কোন কর্ণপাত করেননি।
অবশেষে সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) আব্দুল লতিফ খান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় দুইটি স্কেবেটর দিয়ে সড়কের জায়গা দখলে নিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমুহ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সওজ বিভাগের কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে ৭০-৮০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয় বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত আলম, উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম ছাড়াও র্যাব-১৫, চকরিয়া থানা পুলিশ, চিরিংগা হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta