এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুইত্যাখালী টেকপাড়া স্টেশনে দোকানে বসা অবস্থায় স্থানীয় সাবেক ইউপি মেম্বার শামসুল আলম (৬৬) কে বন্দুকের বাট ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
এসময় তাঁকে উদ্ধারে এগিয়ে আসলে একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জাফর আলমকে (৪৮) বন্দুক ধরে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে কোনাখালী ইউনিয়নের টেকপাড়া স্টেশনে ঘটেছে এ হামলার ঘটনা।
সাবেক ইউপি মেম্বার শামসুল আলমের পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, স্থানীয় টেকপাড়ার হত্যা ধর্ষণ ও ডাকাতি মামলার আসামি কবির কিছুদিন আগে জোরপূর্বক মেম্বার শামসুল আলমের বাড়িভিটায় বালু উত্তোলন করে মজুদ করে।
এ ঘটনায় বাঁধা দেওয়ায় সর্বশেষ বুধবার রাত সাড়ে আটটার দিকে টেকপাড়া স্টেশনে এসে সাবেক মেম্বার শামসুল আলমের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু করবেন বলে জানিয়েছেন আহত শামসুল আলম মেম্বারের পরিবার।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta