মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় হঠাৎ করে বেড়ে গেছে ডাকাতি,গরুচুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড। দৌরাত্ম বেড়েছে মলম পার্টির।
এসব কারণে জনসাধারণের মাঝে বিরাজ করছে আতংক। প্রশাসনের প্রতি অনস্থা এসেছে জনসাধারণের।
এবার জনসাধারণের মাঝে আস্থা ফিরাতে মাঠে নেমেছে চকরিয়া থানা পুলিশ।
গত ২২ ডিসেম্বর (রবিবার) থেকে ২৩ ডিসেম্বর(সোমবার) পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাত, গরুচোর, ছিনতাইকারী ও মলম পার্টির সদস্য ও নারীসহ সাতজন আসামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশের একাধিক টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব গর্জনতলী এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো.হামিদ হোসেন (২১), একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়নগর পাড়ার মাহবুব আলমের ছেলে মো.জালাল আকবর (২৬), চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজগোনা এলাকার রুবেল বাবুর্চির ছেলে আবদুল্লাহ আল মুহাম্মদ রাকিব (২২), একই এলাকারা মৃক আবু শামার ছেলে সামশুল আলম, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামশুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম(৩২), চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে নুরুল আবছার (৩০), ও টেকনাফ উপজেলার সামশুল আলমের ছেলে মো.ফিরোজ (৪৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল কাদের ভুঁইয়া বলেন, বেশ কয়েকটি সংঘবদ্ধ ডাকাত, চোর ও মলম পার্টির সদস্যরা বিভিন্ন এলাকায় ডাকাতি, গরুচুরি, ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েছে।
কারা কারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তা জানতে সোর্স নিয়োজিত করেছি।
পাশাপাশি পুলিশের নিজস্ব গোয়েন্দা সদস্যরাও বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েছে।
এসব গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একাধিক টিম নিয়ে অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, এসময় দুইজন ডাকাত, গরুসহ একজন, তিনজন মলম পার্টির সক্রিয় সদস্যসহ এক নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ১০:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta