
এম জিয়াবুল হক, চকরিয়া :: স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি।
এর অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে চকরিয়া গ্রামার স্কুলে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এনজিও সংস্থা একলাব চকরিয়া উপজেলা ব্যবস্থাপক মাহবুবুর রহমান, চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম ও চকরিয়া পৌরসভা টিকাদান সুপারভাইজার মো. নাজেম উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের টিকাদান সুপারভাইজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, রোববার ১২ অক্টোবর থেকে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় একযোগে টাইফয়েড টিকাদান এর কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে (জন্মনিবন্ধন থাকুক/না থাকুক) টিকা দেওয়া হবে।
তিনি বলেন, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া শিশু ছাত্র-ছাত্রীসহ মোট ১ লাখ ৮৭ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হয়ে টিকাদান নিশ্চিত করছেন।

Posted ৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta