
এম জিয়াবুল হক, চকরিয়া :: রোববার ১২ অক্টোবর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) ক্যাম্পেইন-২০২৫।
এ কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার আড়াই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল মাদরাসা) ছাত্র-ছাত্রীসহ ১লাখ ৮৭ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড ভ্যাকসিন।
গতকাল শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন।
এদিন সকালে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের টাইফয়েড টিকাদান কর্মসূচির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক।
এ সময় তিনি চকরিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোস্তফা কামাল, এমটিইপিআই পলাশ সুশীল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সাইফুল ইসলাম, স্যানিটারী ইনস্পেক্টর আরিফুল ইসলাম, হিসাবরক্ষক ছৈয়দ হোছাইন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, রোববার ১২ অক্টোবর থেকে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় একযোগে টাইফয়েড টিকাদান এর কার্যক্রম শুরু হচ্ছে।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে (জন্মনিবন্ধন থাকুক/না থাকুক) টিকা দেওয়া হবে।
তিনি বলেন, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া শিশু ছাত্র-ছাত্রীসহ মোট ১ লাখ ৮৭ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হয়ে টিকাদান নিশ্চিত করবেন।

Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta